Packages

Kalimpong Darjeeling Offbeat 03N 04D

আমাদের ব্যস্ত লাইফস্টাইলে অফিস বা বিজনেস থেকে বেশি দিনের ছুটি পাওয়া এখন প্রায় দিবা সপ্ন হয়ে দাঁড়িয়েছে।

তাই বলে কি, আমরা ঘুরতে যাবনা? যাবনা আমরা ঘুরতে?

নিশ্চই যাবো। আপনাদের জন্য একটা ছোটো প্ল্যান বানিয়েছি। দেখুন তো কেমন লাগে?

প্রথম দিন – সকাল সকাল নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি অথবা বাগডোগরা থেকে আপনাদেরকে আমাদের গাড়িতে তুলে নিয়ে সোজা পৌঁছে যাবো কালিম্পং জেলার এক ছোটো অথচ অপূর্ব সুন্দর গ্রাম বার্মিক। রাস্তায় এক এক করে দেখে নেবো পাইন ভিউ নার্সারি, মরগান হাউস, দেলো পার্ক, হনুমান টপ, বুদ্ধ পার্ক, দেওরালি দ্বারা ভিউ পয়েন্ট ইত্যাদি। বার্মিকেই আমাদের প্রথম রাত্রিবাস।

 

দ্বিতীয় দিন – আপনাদেরকে উঠতেই হবে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় মহাজাগতিক সূর্যোদয় দেখার জন্য। ইচ্ছা হলে প্রাতরাশের আগে অল্প ট্রেকিংও করে নিতে পারেন পাইন বনের মধ্যে দিয়ে। গ্রামের মানুষ আর শান্ত পরিবেশ আপনাকে বলবে কয়েকদিন এখানেই বিশ্রাম করার জন্য। কিন্তু আমাদের তো থামলে চলবেনা। হাতে সময় কম আছে যে। এই দিন আমরা দেখবো তিস্তা ব্রিজ, ত্রিবেণী, লাভার্স পয়েন্ট, পেশক টি গার্ডেন, লামাহাটা ইকো পার্ক ইত্যাদি। রাত্রিবাস করবো টাইগার হিলের ঠিক নিচে রামপুরিয়াতে।

তৃতীয় দিন – কষ্ট করে শেষ রাতে ঘুম থেকে উঠে টাইগার হিল যাওয়ার প্রয়োজন নেই। টাইগার হিলের মতোই কাঞ্চনজঙ্ঘার মাথায় দিনের প্রথম আলোর খেলা দেখা যাবে হোমস্টে থেকেই। প্রাতরাশ সেরে রামপুরিয়া থেকে বেরিয়ে আমরা দেখবো তাকদাহ অর্কিড গার্ডেন, হেরিটেজ কলোনি, ঘুম স্টেশন, ঘুম মনাস্ট্রী ও বাতাসিয়া লুপ। রাত্রিবাস করবো লেপচাজগতে।

চতুর্থ দিন – আজ আমাদের ট্রিপের শেষ দিন। মন খারাপের দিন। কিন্তু মন ভালো করার জন্য থাকবে অপূর্ব সুন্দর পাইন বনের মধ্যে রাস্তা দিয়ে সামান্য হেঁটে ভিউ পয়েন্ট থেকে আবার কাঞ্চনজঙ্ঘার দর্শন। তারপর থাকবে জোরপোখরি ও সীমানা থেকে এবারের মত শেষ কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ। আরোও থাকবে গোপালধারা টি এস্টেট এবং টিংলিং ভিউ পয়েন্টে সেলফি তোলার হাতছানি। থাকবে মিরিক লেকে আপনজনদের সাথে বোটিং অথবা ঘোড়ার পিঠে চরার রোমাঞ্চ। দিনের শেষে আবার আসবো ফিরে অঙ্গীকার করে এই বারের মত ট্রিপ শেষ করবো নিউ জলপাইগুড়ি/ শিলিগুড়ি অথবা বাগডোগরাতে। তবে এখানেই শেষ না, নিজের নিজের বাড়ি ফিরে ফেসবুকে বেড়ানোর গ্রুপ গুলোতে অভিজ্ঞতা শেয়ার করার কথা ভুলে গেলে চলবেনা।

ভাবছেন এত ঘুরতে খরচ হবে প্রচুর? ভুল ভাবছেন।

Travel Eternia আপনাদের মতোই ঘুরতে এবং ঘোরাতে ভালোবাসে। সেই জন্য ভালো করেই জানে কিভাবে কম বাজেটে বেড়ানো সম্ভব। আপনাদের গ্রুপের সাইজ অনুযায়ী কেমন খরচ হতে পারে তার একটা আইডিয়া নিচে দিয়ে দিচ্ছি।

৩ রাত ৪ দিনের প্রোগ্রাম করলে
৮ জনের গ্রুপ হলে – ৫,২৫০/- টাকা জন প্রতি
৭ জনের গ্রুপ হলে – ৫,৫৫০/- টাকা জন প্রতি
৬ জনের গ্রুপ হলে – ৫,৯৫০/- টাকা জন প্রতি
৫ জনের গ্রুপ হলে – ৬,৫৫০/- টাকা জন প্রতি
৪ জনের গ্রুপ হলে – ৬,৭৫০/- টাকা জন প্রতি
৩ জনের গ্রুপ হলে – ৭,৬৫০/- টাকা জন প্রতি
২ জনের গ্রুপ হলে – ৯,৯৫০/- টাকা জন প্রতি

৪ রাত ৫ দিনের সময় থাকলে তার খরচের ধারনাও দিয়ে দিচ্ছি
৮ জনের গ্রুপ হলে – ৬,৭৫০/- টাকা জন প্রতি
৭ জনের গ্রুপ হলে – ৭,১৫০/- টাকা জন প্রতি
৬ জনের গ্রুপ হলে – ৭,৪৫০/- টাকা জন প্রতি
৫ জনের গ্রুপ হলে – ৮,২৫০/- টাকা জন প্রতি
৪ জনের গ্রুপ হলে – ৮,৪৫০/- টাকা জন প্রতি
৩ জনের গ্রুপ হলে – ৯,৮৫০/- টাকা জন প্রতি
২ জনের গ্রুপ হলে – ১২,৫৫০/- টাকা জন প্রতি

উপরে দেওয়া পাহাড়ি গ্রাম গুলো ছাড়াও আপনারা থাকতে পারেন লাভা / রিশপ/ মেইরংগাওন/ ফিক্কালেগাওন / চিবো / দাওয়াইপানি / তিনচুলে / তাকদাহ / শিতং / সীমানা / জোরপোখরী। রাত্রিবাসের জায়গা এবং হোমস্টে অনুযায়ী খরচ সামান্য তারতম্য হতে পারে।

প্যাকেজের ভেতরে থাকবে
• রেলওয়ে স্টেশন বা এয়ারপর্ট থেকে পিকআপ এবং ড্রপ
• প্রাইভেট গাড়ি করে উপরে বর্ণিত সমস্ত সাইট সিইং
• হোমস্টেতে থাকার ব্যবস্থা
• সকালের প্রাতরাশ, দুপুরের খাওয়া, সন্ধ্যার স্নাক্স ও রাতের খাওয়া (ভেজ / নন – ভেজ)

প্যাকেজের বাইরে থাকবে
• যেকোনো রকমের এন্ট্রি ফি
• পার্কিং
• মিনারেল ওয়াটার বোতল
• পোর্টার চার্জ
• যেকোনো রকমের পারমিট
• উপরে বর্ণিত সাইট সিইং এর বাইরে কোনো দর্শনীয় স্থান

Silk Route / East Sikkim Package 4N 5D

রেশম পথের আকর্ষণ আমরা কেউই অস্বীকার করতে পারিনা। সেই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার ছবি দেখেলেই মনটা কেমন যেনো “কুছ কুছ হোতা হ্যায়” করে ওঠে। একটা অদৃশ্য মাধ্যাকর্ষণ শক্তি আমাদের সবাইকে হাতছানি দিয়ে ডাকতে থাকে।

নিত্য দিনের ঝকমারি স্কুল, কলেজ, অফিস, ব্যবসা ইত্যাদি থেকে পালিয়ে কয়েকটা দিন মনেপ্রাণে শুধুই প্রকৃতি আর হিমালয়ের সান্নিধ্য যদি আপনার বেড়ানোর উদ্দেশ্য হয় তাহলে ইস্ট সিকিমের এই ওল্ড সিল্ক রুট আপনার জীবনের শ্রেষ্ঠ রোড ট্রিপ হবে।

চলুন সেই ভালোবাসার টানে আমরা সবাই মিলে ঘুরে আসি ইস্ট সিকিমের রাণী ওরফে ওল্ড সিল্ক রুট থেকে।

প্রথম দিন সকাল সকাল নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি / বাগডোগরা পৌঁছালে আমাদের গাড়ি আপনাদেরকে সেবক কালীবাড়ি, তিস্তা ব্রিজ হয়ে নিয়ে চলে আসবে সিলেরিগাওন / লুঁচুক/ রামধুরা।

দুপুরের খাওয়া সেরে পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সূর্যাস্ত দেখে নেওয়া যেতেই পারে। রাত্রিবাস সিলেরিগাওন / লুঁচুক/ রামধুরা ।

দ্বিতীয় দিন আমরা রওনা দেব সিল্ক রুটের উদ্দ্যেশ্যে। পেডং, লিংথাম, কিউখোলা ফলস হয়ে পৌঁছে যাবো জুলুক / লুঙথুং। মাঝে রংলি বাজারে একটু থামতে হবে পার্মিট করার জন্য। রাত্রি বাস জুলুক / লুঙথুং।

তৃতীয় দিন অথবা আমাদের ট্রিপের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা দেখবো জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, লক্ষ্মী চক, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপূপ লেক, গলফ কোর্স ইত্যাদী দেখে আমরা রাত্রিবাস করবো পদমচেন / লিঙতাম।

যদি ৫ রাত ৬ দিনের প্ল্যান করতে পারেন তাহলে এক রাত নাথাং ভ্যালিতেও থাকতে পারেন

চতুর্থ দিন পদমচেনক / লিঙতাম কে টাটা জানিয়ে আমরা রওনা দেব এই আশ্চর্য্য রোড ট্রিপের শেষ গন্তব্য রেশিখোলা / রোলেপ / রোরাথাঙ্গ এর উদ্দ্যেশ্যে। রাস্তায় দেখে নেবো অরিতার লেক, বিনায়ক মন্দির আর আরিতার মোনাস্ট্রি। রাত্রিবাস রেশিখোলা / রোলেপ / রোরাথাঙ্গ।

পঞ্চম দিন অথবা আমাদের এই ট্রিপের শেষ দিন সকালটা একটু রিল্যাক্স টাইম কাটানো যেতেই পারে। ব্রেকফাস্ট করে এবারের মতো সিল্ক রুটকে বিদায় জানিয়ে নেমে যাব নিউ জলপাইগুড়ি/শিলিগুড়ি/বাগডোগরা হয়ে আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে।

Travel Eternia পরিচিত আপনাদের বাজেট অনুযায়ী কাস্টোমাইজ টুর প্ল্যান বানাতে। এই ক্ষেত্রেও আমরা সেটাই করার চেষ্টা করেছি। নিচে আইডিয়া দিয়ে দিলাম আপনাদের গ্রুপের সাইজ অনুযায়ী কেমন খরচ হতে পারে।

৮ জনের গ্রুপ হলে –> 5,200/-
৭ জনের গ্রুপ হলে –> 5,400/-
৬ জনের গ্রুপ হলে –> 5,900/-
৫ জনের গ্রুপ হলে –> 6,300/-
৪ জনের গ্রুপ হলে –> 6,700/-
৩ জনের গ্রুপ হলে –> 7,800/-
২ জনের গ্রুপ হলে –> 10,200/-

যদি আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে ৩ রাত্রি ৪ দিনেও সিল্ক রুট টুর করা সম্ভব। সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে তারও একটা আইডিয়া দিয়ে দিলাম।

৮ জনের গ্রুপ হলে –> 4,000/-
৭ জনের গ্রুপ হলে –> 4,200/-
৬ জনের গ্রুপ হলে –> 4,500/-
৫ জনের গ্রুপ হলে –> 5,000/-
৪ জনের গ্রুপ হলে –> 5,300/-
৩ জনের গ্রুপ হলে –> 6,300/-
২ জনের গ্রুপ হলে –> 8,500/-

উপরের খরচ সিজন অনুযায়ী পরিবর্তনশীল। তবে খুব বেশি পরিবর্তন হয় না।

প্যাকেজের ভেতরে থাকবে
• রেলওয়ে স্টেশন বা এয়ারপর্ট থেকে পিকআপ এবং ড্রপ
• প্রাইভেট গাড়ি করে উপরে বর্ণিত সমস্ত সাইট সিইং
• হোমস্টেতে থাকার ব্যবস্থা(ফ্যামিলি রুম)
• প্রথম দিন লাঞ্চ থেকে শেষ দিন ব্রেকফাস্ট (ভেজ – নন ভেজ – লাঞ্চ, ইভনিং স্ন্যাকস, ডিনার এবং ব্রেকফাস্ট)

প্যাকেজের বাইরে থাকবে
• যেকোনো রকমের এন্ট্রি ফি
• পার্কিং
• পোর্টার চার্জ
• রুম হিটার চার্জ
• সিল্ক রুট পারমিট
• উপরে বর্ণিত সাইট সিইং এর বাইরে কোনো দর্শনীয় স্থাlন

আরো জানতে হলে যোগাযোগ করতে পারেন 6290859660 / 8617792443

Kalimpong Offbeat package 3N 4D

বাঙালিদের মধ্যে দিপুদার একটা আলাদা উন্মাদনা আছে। এটা অমান্য করার অধিকার ট্রাভেল ইটার্নিয়ার কোনোভাবেই নেই।

কিন্তু দার্জিলিং ও কালিম্পং জেলাগুলিতে এমন কিছু ছোট ছোট গ্রাম আছে যেগুলো হয়ত আমরা অনেকেই জানি। আবার কিছু গ্রাম এমন আছে যেগুলো আমরা অনেকেই জানিনা। সাথে সিকিমেও বেশ কিছু ছোটো ছোট অপূর্ব সুন্দর গ্রাম আছে গ্যাংটক, পেলিং, নর্থ সিকিম ও সিল্ক রুট ছাড়াও। সেই সব জানা অজানা ছোট গ্রামকে একসাথে জুড়ে দিয়ে আমরা নিয়ে আসছি কয়েকটা ছোটো ট্রাভেল প্ল্যানের সিরিজ।

শুধু মাত্র কালিম্পং জেলার উপর এই সিরিজের প্রথম প্ল্যান আপনাদের সাথে share করে নিচ্ছি। আশা করি আমাদের প্রতিটা প্ল্যানের মতো এই সিরিজটাও আপনাদের আশীর্বাদ পাবে।



প্রথম দিন – আমাদের প্রতিটা প্ল্যানের মতো এবারও সকাল সকাল নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি / বাগডোগরা থেকে আমাদের গাড়ি আপনাদের পিক আপ করে সোজা নিয়ে আসবে কালিম্পং জেলার hidden treasure নামে পরিচিত বারমাইক গ্রামে। আসার পথে আপনাদের দেখিয়ে দেব পাইন ভিউ নার্সারি, মরগান হাউস, দূর্পিন ভিউ পয়েন্ট, দুরপিন মনাস্ট্রি। আপনারা চাইলে আসার সময় সেভক কালীবাড়িতে পুজো দিয়েও আসতে পারেন। রাত্রিবাস বারমাইক।

দ্বিতীয় দিন – ভোর ৫:৩০ টায় কাঞ্চনজঙ্ঘার চূড়ায় দিনের প্রথম আলোর রঙের খেলা দেখতে

দেখতে আপনি মনে মনে বলতে বাধ্য হবেন যে আপনার টুর successfull। তাড়াতাড়ি প্রাতরাশটা সেরে নিয়ে বেরোবো কালিম্পং সাইট সিইং করতে। দেখে নেবো ডেলো পার্ক, হনুমান টপ, বুদ্ধ পার্ক, মঙ্গল ধাম, দুর্গা মন্দির। ঘুরতে যাব আর কেনাকাটি করবো না, তা হয় নাকি! আপনারা চাইলে কালিম্পং মার্কেটে ঘুরে ঘুরে কেনাকাটি তাও সেরে ফেলতে পারবেন রাত্রিবাস বারমাইক।

তৃতীয় দিন – এই দিনও থাকছে কাঞ্চনজঙ্ঘার সাথে চা খাওয়ার সুযোগ। ইচ্ছা হলে হালকা ট্রেক করে নিতে পারেন পাইন বন আর সিঙ্কনা প্ল্যান্টেশনের মধ্যে দিয়ে। ভালই লাগবে। প্রাতরাশ সেরে বারমাইকের হোমস্টেকে আবার আসবো বলে আমরা বেরিয়ে যাবো কালিম্পং জেলার নতুন বিস্ময় গ্রাম মাইরুং গাওন এর উদ্দ্যেশে। পথে দেখে নেবো দেওরালি ভিউ পয়েন্ট, আলগারাহ মার্কেট, ডুকা ফলস ও ডুকা ভ্যালি। রাত্রিবাস মাইরুং গাওন।

চতুর্থ দিন – সকাল বেলা উঠে ঘরের ভেতর থেকে দেখে নিতে পারবো নাথুলা পাস, পেডং আর সিল্ক রুটের ঝলক। কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও যে ভ্যালিটা দেখা যায় সেটা মনে হয় গোটা উত্তর বঙ্গের গুটি কয়েক জায়গা থেকেই দেখা সম্ভব। তার মধ্যে কালিম্পং জেলার এই নতুন বিস্ময় গ্রামটা আপনাকে চুম্বকের মতো টানবে। বাধ্য হয়ে বুকে পাথর রেখে এবং চুম্বকের টানকে অগ্রাহ্য করে আমাদের বিদায় জানাতেই হবে মাইরুং গাওনকে কারন আজকেই তো শেষ দিন, রাতে ট্রেন ধরতে হবে বাড়ি ফেরার জন্য। তবে দুঃখ পাওয়ার কিছু নেই, ট্রাভেল ইটার্নিয়া জানে শেষ দিনের স্মৃতি টাই আমাদের শেষ সম্বল যেটা আমাদের কে আবার পাহাড়ের কোলে টেনে আনবে। তাই এই দিন নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি / বাগডোগরা নেমে আসার সময় আমরা দেখে নেবো লাভা ক্লক টাওয়ার, লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, পাপরখেতি ফলস, আম্বেওক চা বাগান, ফাগু মনাস্ট্রী, ওদলাবারি জঙ্গল, গজলডোবা তিস্তা ব্যারেজ ইত্যাদি ইত্যাদি।

আবার বলছি, ট্রাভেল ইটার্নিয়া ঘুরতে খুব ভালোবাসে তাই ভালো করেই জানে সফল ঘুরতে যাওয়ার প্ল্যান তখনই সম্ভব যখন সেটা পকেট বান্ধব হয়।

প্রতিবারের মতো এবারও খরচের একটা খসরা হিসাব নিচে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য।

8 Pax –> 5,550/-
7 Pax –> 5,950/-
6 Pax –> 6,450/-
5 Pax –> 6,950/-
4 Pax –> 7,150/-
3 Pax –> 8,650/-
2 pax –> 10,850/-

প্যাকেজের ভেতরে থাকবে
• রেলওয়ে স্টেশন বা এয়ারপর্ট থেকে পিকআপ এবং ড্রপ
• প্রাইভেট গাড়ি করে উপরে বর্ণিত সমস্ত সাইট সিইং
• হোমস্টেতে থাকার ব্যবস্থা
• সকালের প্রাতরাশ, দুপুরের খাওয়া, সন্ধ্যার স্নাক্স ও রাতের খাওয়া (ভেজ / নন – ভেজ)

প্যাকেজের বাইরে থাকবে
• যেকোনো রকমের এন্ট্রি ফি
• পার্কিং
• পোর্টার চার্জ
• উপরে বর্ণিত সাইট সিইং এর বাইরে কোনো দর্শনীয় স্থান

3 Night 4 Days Sandakphu Adventure Trail

Package Starts from Rs.9,250/Head (For A Group Of 5 or 6 Heads)

3 রাত 4 দিনের সান্দাকফু অ্যাডভেঞ্চার ট্রেইল প্যাকেজ Rs. 9,250 জন প্রতি থেকে শুরু (5 বা 6 জনের গ্রুপের জন্য)

☎️ 6290859660
☎️ 8617792443

আমরা কি সান্দাকফু যাবনা? যাবনা আমরা সান্দাকফু?

আরে বাবা যাবেন, যাবেন। যেতে তো হবেই। Travel Eternia সব থেকে সহজ পদ্ধতিতে পৌঁছে দেবে আপনাদের সান্দাকফু!

সান্দাকফু নাম টা শুনলেই মনের মধ্যে যেন একটা শিহরণ পড়ে যায়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট হলো সান্দাকফু। পশ্চিমবঙ্গ থেকে হাতের কাছে যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে হয় তাহলে জীবনে একবার অন্তত সান্দাকফু যেতেই হবে। কিন্তু সান্দাকফু যাওয়ার অনেক ঝক্কি আর খরচ।

সব থেকে বড় ঝক্কি হলো এতটা উচ্চতায় ওঠার আগে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া। এই সময় টাই তো আর আমাদের কাছে নেই।

চিন্তা করার কোনো প্রয়োজন নেই! Travel Eternia আছে কি জন্য? সব দিক ভেবে চিন্তে অল্প সময়ে ভালো ঘোরার প্ল্যান একমাত্র Travel Eternia করতে পারে।

একবার নিচে পরেই দেখুননা কিভাবে ঘুরবেন আপনারা সান্দাকফু।

➡️➡️ প্রথম দিন – শিলিগুড়ি/বাগডোগরা/নিউ জলপাইগুড়ি থেকে আমাদের গাড়ি আপনাদের পিক আপ করে সোজা নিয়ে আসবে সীমানা বাজার/লেপচাজগৎ। রাস্তায় আমরা দেখে নেবো শুকনা ফরেস্ট রেঞ্জ, মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, টিঙ্গলিং ভিউ পয়েন্ট ইত্যাদি ইত্যাদি। রাত্রিবাস সীমানা বাজার/লেপচাজগৎ।

➡️➡️ দ্বিতীয় দিন – এই দিন শুরু হবে আমাদের সান্দাকফু রোড ট্রিপ। সীমানা বাজার/লেপচাজগৎ থেকে বেরিয়ে আমরা প্রথমে যাবো মানেভঞ্জন। এখান থেকে উঠে পড়বেন সিঙ্গলিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের 4×4 গাড়িতে। মানেভঞ্জন এর পরেই শুরু হবে আসল সান্দাকফু রোড ট্রিপ। প্রতিটা মোর ঘুরবেন আর দেখবেন অপরূপ কাঞ্চনজঙ্ঘার নানা রকম রূপ। খারাই রাস্তায় গাড়ি ধীরে ধীরে নিয়ে যাবে আপনাদেরকে টুমলিং। রাস্তায় দেখে নেবো চিত্রে, লামেধুরা, মেঘমা, টোংলু। রাত্রিবাস টুমলিং।

➡️➡️ তৃতীয় দিন – ভোরবেলা টুমলিং এর হোমস্টে থেকে দেখতেই হবে বিশাল কাঞ্চনজঙ্ঘা। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব আমাদের আসল গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে। টুমলিং এর পর রাস্তা আরো খরাই এবং off road এর পরিমাণ বেড়ে যাবে। ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের বরাদ্দ করা 4X4 গাড়ি আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাবে সান্দাকফুর একদম টপ পয়েন্টে। যাওয়ার পথে দেখে নেবো গৈরিবাস, কালিপোখরি, বিকে ভঞ্জন, চৌরি চক ইত্যাদি ইত্যাদি। পৌঁছানোর শেষের তিন কিলোমিটার সারা জীবন মনে থাকবে প্রতি মুহূর্তে দৃশ্যের অপরূপ পরিবর্তনের জন্য।

ওফ! চূড়ান্ত off road আর অসাধারন scenic beauty শেষে সান্দাকফু পৌঁছানোর পর যে কি অনুভূতি এখানে লিখে বা বলে বোঝানো সম্ভাবনা। এই একটা জিনিষ আপনাদেরকে নিজেদেরকে অনুভব করতে হবে। এই জন্যই সারা বিশ্বের ট্যুরিস্ট আসেন সান্দাকফু সামিট করতে।

➡️➡️ চূড়ান্ত সফলতার দিন – এই দিনটাকে ইচ্ছা করেই চতুর্থ দিন লিখলাম না। কারন সারারাত ঘুম হবেনা ভোরবেলা ওঠার চিন্তায়। এই ভোরবেলার জন্যই তো এত কষ্ট করলাম। আপনি যখনই উঠুন দেখবেন The Mighty Kanchenjungha দাঁড়িয়ে আছে আপনার চোখের সামনে। আশ্চর্য লাগবে সূর্য্য ওঠার আগেও ঘুমন্ত বুদ্ধ পরিষ্কার আপনার চোখের সামনে। এরপর হোমস্টের বারান্দায় দাড়িয়ে যখন দেখবেন পূর্ব দিকের সূর্য্যদয় আর সেই দিনের প্রথম আলো যখন ঘুমন্ত বুদ্ধর মাথায় পড়বে অটোমেটিক আপনি বলে উঠবেন “মহাজাগতিক দৃশ্য! Bravo! Bravo!” তারপর শুনবেন চারিদিক থেকে টুরিস্টরা চিৎকার করে সূর্যকে অভ্যর্থনা জানাচ্ছে। এত কষ্ট করে এতটা আসার পর যখন চূড়ান্ত সফলতা লাভ করা যায় তখন কেউ আর তার আবেগ মনের মধ্যে জেল খানায় বেঁধে রাখতে পারেনা।

হলিউড সিনেমার ক্লাইম্যাক্স এর মত ডিজাইন করা এই ট্যুর প্ল্যানের শেষ দিনে ব্রেকফাস্ট করে আপনাদের সান্দাকফু থেকে নেমে আসতে হবে প্রথমে মানেভঞ্জন, এখানে ল্যান্ড রোভার গাড়িকে বিদায় জানিয়ে উঠে পড়তে হবে আরেকটা গাড়িতে যে আপনাদেরকে পৌঁছে দেবে শিলিগুড়ি/বাগডোগরা/নিউ জলপাইগুড়ি।

যদি আপনারা ফালুট ঘুরতে চান তাহলে আরো একদিন থাকতে হবে সান্দাকফুতেই। ফালুট বা আলেও থাকতে পারেন। ৪ রাত ৫ দিনের ট্যুর প্ল্যান হলে উপরে দেওয়া ট্যারিফ এর থেকে একটু বেশি খরচ হবে।

💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

Let’s come to the point that how much this tour will cost you. Travel Eternia knows how to keep cost in check while keeping the service commitment high. We will not provide any accommodation at Trekkers Huts.


3 Night 4 Days Sandakphu Package starts from ->> Rs. 9,250/Head (For a group of 5 or 6 heads)

Package Includes
Railway Station/Bus Stand/Airport Pick Up & Drop
Above Mentioned all Sight Seeing
Nightstay at Homestays
All Meals(Only Day 3 Lunch at Own Cost)

Package Exclude
Train/Bus/Air Tickets.
Singalila Permits
Parking
Entry Fees
Mineral Water Bottles
Any extra sight seeing not mentioned in the package
Any extra cost not mentioned in the package

NOTE: We donot conduct shared or group tours.

Instagram
This error message is only visible to WordPress admins

Error: No feed found.

Please go to the Instagram Feed settings page to create a feed.

Follow us